এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগের এইচ-১বি ভিসায় কঠিন শর্ত জুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্যে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি। ঘোষণাপত্র অনুযায়ী, এবার এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ মার্কিন ডলার দিতে হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে।
আজ (২০ সেপ্টেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে কর্মী দরকার। আর এই ঘোষণাপত্র নিশ্চিত করবে যে, যুক্তরাষ্ট্র এবার দক্ষ কর্মী পাবে।
যেসব কাজ মার্কিন কর্মীরা করতে পারবেন না সেসব কাজের জন্য মার্কিন কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তার এই পদক্ষেপের বিরোধিতা করবে না শিল্প মহল।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, এইচ-১বি ভিসার জন্য বর্তমানে যে ফি দিতে হয় কোম্পানিগুলোকে, তার সঙ্গে এই ১ লাখ মার্কিন ডলার সমন্বয় করতে হবে। বর্তমানে লটারিতে রেজিস্টারের জন্য ২১৫ মার্কিন ডলার ফি দিতে হয়। তার সঙ্গে আই-১২৯ ফর্মের জন্য লাগে আরও ৭৮০ মার্কিন ডলার।
এইচ-১বি ভিসা নিয়ে মূলত আইটি সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ করে মার্কিনপ্রতিষ্ঠানগুলো। এই ভিসার আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি দরকার। এইচ-১বি ভিসা নিয়ে যেসব বিদেশি কর্মী যান, তাদের বেতন বার্ষিক ৬০ হাজার ডলারের আশপাশে হয়। এখন প্রতিষ্ঠানগুলোকে আরও ১ লাখ ডলার সরকারকে দিলে, কর্মীদের বেতন কমতে পারে।








