এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বেশিরভাগ মেক্সিকান এবং কানাডিয়ান পণ্য রপ্তানির ওপর আরোপ করা ২৫% শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন।
ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের সাথে যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণ এবং প্রাণনাশী মাদক ফেন্টানল চোরাচালান বন্ধের বিষয়ে আলোচনার পর ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকোর অধিকাংশ রপ্তানি পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য পিছিয়ে দেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন, শুল্কের ওপর এই ছাড় ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের সময়ে মেক্সিকো ও কানাডার সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছিল তার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে সেগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে না। এর কয়েক ঘণ্টা পরে, ট্রাম্প কানাডার নতুন শুল্ক আরোপও পিছিয়ে দেন।
এর আগে মেক্সিকো ও কানাডাতে প্রস্তুত যে সব গাড়ি যুক্তরাষ্ট্রে চালান করা হচ্ছে সেগুলোর ওপর নতুন কর আরোপ এক মাস পর্যন্ত স্থগিত করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, তিনি মেক্সিকান পণ্যের ওপর শুল্কের ছাড় দিয়েছেন। প্রেসিডেন্ট শেইনবামের প্রতি শ্রদ্ধাবশত এবং সহায়তা করার জন্য। আমাদের সম্পর্ক খুব ভাল এবং আমরা যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশিদের এবং একই ভাবে ফেন্টানলের প্রবেশ থামাতে সীমান্তে কঠিন পরিশ্রম করে যাচ্ছি।







