চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন না ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন না। ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী কলামিস্ট ই জিন ক্যারলকে ধর্ষণ করার অভিযোগে মামলাটি করেছেন ৭৯ বছরের এই কলামিস্ট।

বুধবার (৩ মে) জার্মানি সংবাদ মাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটি বলা হয়, ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা গতকাল মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালতে বিচারের সময় এ কথা জানান।

মঙ্গলবার মার্কিন জেলা বিচারক লুইস কাপলান একাধিকবার ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনাকে জিজ্ঞাসা করেছিলেন যে, ট্রাম্প সাক্ষ্য দেবেন কিনা। পরে আইনজীবী বলেন, ‘ট্রাম্প সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকবেন। তিনি এই মামলায় সাক্ষী না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।’

৭৯ বছর বয়সী ক্যারলের দাবি, নব্বইয়ের দশকের মাঝামাঝি ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে তাকে যৌন নির্যাতন করেন ট্রাম্প। অভিযোগ, ট্রাম্প মহিলাদের অন্তর্বাস উপহার দেয়ার বিষয়ে পরামর্শ চাওয়ার নাম করে একটি পোশাক পরিবর্তন করার কক্ষে (ট্রায়াল রুমে) ক্যারলকে ডেকে নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করেন।

ক্যারলের আইনজীবী শন ক্রাউলি ম্যানহাটন আদালতকে বলেন, ‘ট্রায়াল রুমে ডেকে নিয়ে যাওয়ার পর ক্যারলের সাথে জোরজবরদস্তি শুরু করেন ট্রাম্প। ট্রাম্পের গায়ের জোরের কাছে পেরে ওঠেননি ক্যারল।’ ক্যারল নিজেও মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি প্রকাশ্যে এলে ক্যারল ‘মিথ্যা’ কথা বলছেন বলেও দাবি করেন ট্রাম্প। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এই দাবিও করেন যে, ক্যারলের সাথে তার কখনো এমনটা ঘটেনি।

উল্লেখ্য, শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন ট্রাম্প। যদিও আপাতত তিনি পুলিশ এবং জেল হেফাজত এড়িয়েছেন। কিন্তু আমেরিকার আইন বলছে, শেষ পর্যন্ত সবক’টি অভিযোগে দোষী সাব্যস্ত হলে ১৩৬ বছর জেলে কাটাতে হতে পারে দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে! পাশাপাশি, ব্যবসা-সংক্রান্ত জালিয়াতির অভিযোগে তাকে কয়েক দিন আগেই জিজ্ঞাসাবাদ করেন আমেরিকার এক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।