সূত্র: ডয়েচে ভেলে
নিউ ইয়র্কের একটি প্রচার সমাবেশে অভিবাসনপ্রত্যাশীদের আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোন অভিবাসনপ্রত্যাশী যদি যুক্তরাষ্ট্রের কোন নাগরিককে হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে তাকে ফাঁসি দিতে হবে।
গতকাল (২৭ অক্টোবর) রোববার রাতে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বক্তৃতায় ট্রাম্প বলেছেন, ক্ষমতায় এলে গ্যাংওয়ার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে। বাইরের দেশ থেকে অপরাধীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তারা দেশটির শান্তিশৃঙ্খলা নষ্ট করছে। সকলকে দেশের পতাকাকে শ্রদ্ধা করতে হবে। কেউ পতাকা জ্বালিয়ে দিলে তার এক বছর পর্যন্ত জেল হতে পারে।
এবারের নির্বাচনী প্রচারে দুইটি বিষয়ের উপর ট্রাম্প গোড়া থেকেই গুরুত্ব দিয়েছেন। অনুপ্রবেশ এবং অর্থনীতি। এদিন ১৫ মিনিটের বক্তৃতাতেও ট্রাম্প সেই কথাগুলিই বলেছেন। জানিয়েছেন, কোন অভিবাসনপ্রত্যাশী যদি যুক্তরাষ্ট্রের কোন নাগরিককে হহত্যার ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে তাকে ফাঁসি দিতে হবে।
ওই প্রচার সমাবেশে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের আইকিউ কমসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমলা, আপনি এই দেশ ধ্বংস করে দিয়েছেন। আপনাকে আমরা আর কোনভাবেই ফেরাবো না। আপনার চাকরি চলে গেছে। আপনি এবার বেরিয়ে যান।
বস্তুত এদিনের প্রচারে ট্রাম্পের সবচেয়ে বড় চমক ছিল তার স্ত্রী, এই প্রথম ট্রাম্পের প্রচারে তাকে দেখা গেল। এসময় ট্রাম্প বলেন, আগামী ৪ বছর কেমন কাটবে তা স্থির হবে এই নির্বাচনে। আরও ৪ বছর মানুষ কিছু অযোগ্য মানুষের হাতে দেশ ছাড়তে চান নাকি এক ঐতিহাসিক সময়ের শুরু দেখতে চান, তা তাদের স্থির করতে হবে।








