চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হঠাৎ করে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার দাবি

KSRM

গাইবান্ধায় এক কিশোরী হঠাৎ করে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে।

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা বারোকুড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের মেয়ের মধ্যে এই পরিবর্তন হয়েছে বলে তার পরিবার নিশ্চিত করেছে।

Bkash

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের এই বিষয়টিকে স্থানীয়রা আল্লাহর অলৌকিক কুদরত হিসেবে দেখছে।

পরিবার সূত্রে জানা গেছে, সে বর্তমানে ঝাড়াবর্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মেয়েটি ঘুম থেকে উঠে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন বুঝতে পেরে অবাক হয়ে এই ঘটনাটি তার মাকে জানায়। তার মা ঘটনা সত্য বলে খুশি হয়ে একে একে পরিবারের সবাইকে জানান।

Reneta June

হঠাৎ করে লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তর হলেও এখন পর্যন্ত তার নতুন নাম ঠিক করতে পারেনি তার পরিবার।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরকম রূপান্তরের ঘটনা অতীতে আরও হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View