এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। এরই অংশ হিসেবে আজ অনলাইনে মিলছে আগামী ২ জুনের ট্রেনের টিকিট।
আজ ২৩ মে শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে।
ঈদের আগাম টিকিট সংগ্রহ করা যাবে কেবলমাত্র রেলওয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম — eticket.railway.gov.bd ওয়েবসাইট এবং ‘রেলসেবা’ মোবাইল অ্যাপের মাধ্যমে। স্টেশনে গিয়ে সরাসরি টিকিট কেনার সুযোগ নেই।
আগাম টিকিটের সময়সূচি (২১–২৭ মে):
- ২১ মে: ৩১ মে’র টিকিট
- ২২ মে: ১ জুনের টিকিট
- ২৩ মে: ২ জুনের টিকিট
- ২৪ মে: ৩ জুনের টিকিট
- ২৫ মে: ৪ জুনের টিকিট
- ২৬ মে: ৫ জুনের টিকিট
- ২৭ মে: ৬ জুনের টিকিট
প্রতিদিন সকাল ৮টা ও দুপুর ২টায় নির্ধারিত ট্রেনগুলোর টিকিট উন্মুক্ত করা হচ্ছে। এবারের পুরো টিকিট বিক্রিই অনলাইননির্ভর। ফলে যাত্রীদের স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।







