এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফরিদপুরের সদর উপজেলায় ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার গেরদা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রেল ক্রসিংয়ের সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। সে সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয় আরও দু’জনের।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।








