চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পশ্চিমবঙ্গে মুক্তির আগে এল ‘সুড়ঙ্গ’র ট্রেলার

শুক্রবার (২১ জুলাই) থেকে পশ্চিমবঙ্গের দর্শক দেখতে পারবেন রায়হান রাফী পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের আলোচিত ছবি ‘সুড়ঙ্গ’

KSRM

দেশে মুক্তির আগে ‘ট্রেলার’ রিলিজ নিয়ে উল্টো পথে হাঁটলেও ভারতের পশ্চিম বঙ্গে মুক্তির আগে সহজ পথেই এগুচ্ছে টিম ‘সুড়ঙ্গ’। তারই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ফেসবুক পেজে প্রকাশিত হলো বাংলাদেশের আলোচিত এই ছবির ট্রেলার!

ছবি মুক্তির আগে ট্রেলার প্রকাশ রেওয়াজে পরিণত হয়েছে। ট্রেলার দেখে সিনেমাটি দেখা কিংবা না দেখার সিদ্ধান্ত নেয় দর্শক! ফলে ছবিটি নিয়ে যেন দর্শক তুমুল আগ্রহী হয়ে উঠে, সেভাবেই ট্রেলার নির্মাণ করে অনলাইনে প্রকাশ করা হয়! কিন্তু বাংলাদেশে সুড়ঙ্গ মুক্তির আগে চিরাচরিত সেই রেওয়াজের উল্টো পথে হাঁটে ‘সুড়ঙ্গ’ টিম। তবে পশ্চিম বঙ্গে মুক্তির আগে ঠিকই দর্শকের সামনে প্রকাশিত হলো সুড়ঙ্গর ট্রেলার!

Bkash

পশ্চিম বঙ্গের সিনেমা হলগুলোতে ‘সুড়ঙ্গ’র মুক্তি পাচ্ছে, এমনটা আগেই আন্দাজ করা গিয়েছিলো। গত শুক্রবার (১৪ জুলাই) টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) এর আনুষ্ঠানিক ঘোষণার পর সব পরিস্কার হয়। তারাই পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ পরিবেশনা করছে।

সুড়ঙ্গ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামি শুক্রবার (২১ জুলাই)। সিনেমা মুক্তি সামনে রেখেই রবিবার (১৬ জুলাই) এলো সুড়ঙ্গ’র ট্রেলার। যা দেখে পশ্চিম বঙ্গের দর্শকদের আরও আগ্রহী হতে দেখা গেছে। শত শত মানুষের মন্তব্যে তেমন ইঙ্গিতই পাওয়া গেল। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের দর্শকদের মতো পশ্চিমবঙ্গের দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হবে নিশো-তমা জুটির এই ছবিটি!

Reneta June

তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’। শিগগির যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্যে সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View