নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তি তারিখ- সব কিছুতে যেনো ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের! শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশ্যে এলো ‘শাটিকাপ’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’র ট্রেলার।
প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেলারে দেখানো হয়েছে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা। যেখানে রাজনীতি আছে, ভালোবাসা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, যাত্রাশিল্পীদের সংগ্রাম আছে; আরও আছে জীবন বদলানোর গল্প। যার শুরুটাই হয় বহুল প্রচলিত ‘যে লঙ্কায় যায়, সেই রাবণ হয়’ সংলাপে!
‘দেলুপি’ খুলনায় মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (৭ নভেম্বর) আর ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। তাওকীর ইসলামের কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস, এরআগে ‘শাটিকাপ’ এবং ‘সিনপাট’-এ তেমনটাই দেখা গেছে। ‘দেলুপি’-তেও হচ্ছে না ব্যতিক্রম।
এ বিষয়ে তাওকীর সব সময় বলেন, “আমি গণমানুষের কথা বলতে চেয়েছি সব সময়। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার নির্মাণগুলোতে চেষ্টা থাকে স্থানীয় অভিনয়শিল্পীদেরকে নিয়ে কাজ করার। দেলুপি-তেও তার ব্যতিক্রম হয়নি।”
‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।
দেলুপি’র টিজারে যে পার্থকে দেখা গেছে তিনি হলেন চিরনজিৎ বিশ্বাস। দেলুপি সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি খুবই আনন্দিত, এই সিনেমাতে অভিনয় করতে পেরে। পরিচালক-প্রযোজকসহ টিমের প্রত্যেকটা মানুষ সবাই মিলে আমাকে খুবই সাহায্য করেছে। আমি নতুন মানুষ, প্রথমবার সিনেমা করছি, তাদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। এতে করে আমি অভিনয়ের জন্য আরও বেশি ইন্সপায়ার হয়েছি।”
নুপুর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রায়। তিনি বলেন, “দেলুপি-তে অভিনয় অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি কখনো এরকম কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। এর আগে আমি যাত্রায় অভিনয় করেছি তো সেখান থেকে এই জায়গায় আসা; যাত্রা অভিনয় আর এখানকার অভিনয়ে আলাদা। তবে মঞ্চের আর পর্দায় দুটো অন্যরকম ছিল। সেদিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার দেলুপি থেকে। সব মিলে অনেক ভালো অনুভূতি এটা।”
তিনি আরও বলেন, “নিজেকে বড় পর্দায় দেখব এটা আসলে একটা স্বপ্নের মত লাগছে আমার। তবে আমার অনেক ইচ্ছা ছিল যে, কোন একদিন হয়তো সবাই আমাকে টিভির পর্দায় দেখবে। সেই ইচ্ছাটা যে আমার এইভাবে পূরণ হবে সেটা আমি কখনো ভাবিনি।”








