চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘সাড়ে ষোল’র ট্রেলারে রহস্য, আগ্রহের কেন্দ্রে নিশো

১৭ আগস্ট ওটিটি প্লাটফর্ম হইচইতে দেখা যাবে নিশো অভিনীত নতুন সিরিজ ‘সাড়ে ষোল’

KSRM

মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। মুক্তির আগে সম্প্রতি এর ট্রেলার প্রকাশিত হয়েছে। সেই ট্রেলারে টান টান উত্তেজনা আর রহস্য আগ্রহ বাড়িয়ে দিলেন আফরান নিশো!

যেখানে তিনি একজন রহস্যময় আইনজীবী রেজার চরিত্রে অভিনয় করলেন। ইয়াসির আল হক পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। থ্রিলার গল্পে নির্মিত এই সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, শাহেদ আলী এবং আফিয়া তাবাসসুম বর্ণ।

Bkash

নির্মাণের সঙ্গে জড়িতরা বলছেন, ‘সাড়ে ষোল’ দর্শকরা এক বসায় দেখতে বাধ্য হবেন। সিরিজটি দর্শকদের মনকে এমন এক জগতে ডুবিয়ে দেবে, যেখানে তারা যাই দেখবেন তা নিয়ে সত্য মিথ্যার দ্বন্দে পড়ে যাবেন।

গল্পে দেখা যাবে, একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল যেখানে শুধু এলিট ক্লাস লোকজনই যাওয়ার সুযোগ পান। তবে এই হোটেলের বিলাসবহুল পর্দার পিছনে রয়েছে গোপন রহস্য আর অমিমাংসিত কিছু ঘটনা। ব্যস্ত এই মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই হোটেলটি এমন সব প্রতারণার জালের মধ্য দিয়ে গেছে যেখানে তুখোড় গোয়েন্দাও চ্যালেঞ্জের মুখে পড়ে যায়।

Reneta June

তারকাবহুল এই সিরিজে প্রায় সব অভিনেতারাই একে অপরের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন যার একঝলক দেখা গেল প্রকাশিত ট্রেলারে।

ট্রেলার নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে পরিচালক ইয়াসির আল হক বলেন, সিরিজটি দেখার সময় দয়া করে কেউ তাড়াহুড়ো করবেন না এবং সিরিজটি শেষ পর্যন্ত দেখুন। আমি আত্মবিশ্বাসী যে আপনারা সিরিজটির প্রশংসা করবেন। যা ১৭ আগস্ট থেকে হইচই এর পর্দায় দেখা যাবে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View