নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার পানিতে নিমজ্জিত হওয়ায় স্বামী স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহা-সড়কে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের লাটাহার ব্রীজের কাছে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ আযম উদ্দিন মাহমুদ জানিয়েছেন, আজ বেলা ১২টার দিকে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুযলিহার গ্রামের ইট ব্যাবসায়ী মোঃ আব্দুল খালেকের পুত্র শিমুল (৩০) তার স্ত্রী জিনিয়া (২৫ কে সাথে নিয়ে প্রাইভেট কারে করে নওগাঁর দিকে আসছিলেন। ঘটনাস্থলে হঠাৎ করে সেখানে নির্মাণাধীন সাইলোস্থলে মাটি কাটার একটি ট্রাক ঐ কারের সামনে রাস্তায় উঠে পড়ে। ঐ ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডার ভেঙ্গে পার্শ্বের গভীর জলে নিমজ্জিত হয়ে যায়। শিমুল নিজেই গাড়ি চালাচ্ছিল। স্থানীয় লোকজন এবং নওহাটা পুলিশ ফাড়ির সদস্যরা এসে গাড়ির গ্লাস ভেঙ্গে দু’জনের লাশ উদ্ধার করে নওগাঁ হাসপাতালে প্রেরণ করেন। পরে পরিবারের ইচ্ছা অনুযায়ী কোন ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়নি পরিবারের পক্ষ থেকে।