এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সদ্য শেষ হওয়া ফুটবল মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে ইউরোপা লিগ জিতিয়েছিলেন কোচ অ্যাঞ্জ পস্তেকগলু। তবে হতাশাজনক লিগ ফর্মের অজুহাত দিয়ে ৫৯ বর্ষী কোচকে ছাঁটাই করেছে ক্লাবটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাকে চাকরি থেকে অব্যহতি দেয়ার কথা জানিয়েছে ক্লাবটি। তারা এই কোচের পারফরম্যান্স পর্যালোচনা এবং গভীর চিন্তাভাবনার পর অ্যাঞ্জ পস্তেকগলুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর কয়েক মিনিট পর আরও একটি পোস্ট দিয়ে পস্তেকগলুকে ধন্যবাদ জানায় টটেনহ্যাম।
গত মাসের ২২ তারিখ ইউরোপা লিগের ফাইনালের শিরোপা জিতেছে টটেনহ্যাম। দলকে এ পর্যায়ে আনতে অ্যাঞ্জের অবদান ছিল অনন্য। বিশেষ করে হ্যারি কেনের মতো বড় তারকার বিদায়ের পর এমন সাফল্য ছিল অনেকের ধারণার বাইরে।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটা তেমন ভালো কাটেনি টটেনহ্যামের। ১৭তম হয়ে মৌসুম শেষ করেছে দলটি। অল্পের জন্য এড়িয়েছে রেলিগেশন। সম্ভবত সে কারণেই ছাটাই হয়েছে অ্যাঞ্জ।








