চলতি বছরটি ছিল সিনেমাপ্রেমীদের জন্য দারুণ একটি বছর। শুধু তাই নয় চলতি বছরটা বলিউডের দর্শকদের জন্য বিশেষ ছিল কারণ এবছর ইতোমধ্যেই মুক্তি পেয়েছে বলিউড কিং খান শাহরুখ খানের দুই দুটি সিনেমা! ‘পাঠান’ ও ‘জওয়ান’। যেগুলো বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপির গণ্ডি পার করে ফেলেছে। সেই সঙ্গে মাত করেছে ভারতীয় বক্স অফিসও।
এক নজরে দেখে নিন চলতি বছর ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা বলিউডের ১০টি সিনেমার তালিকা এবং সেগুলোর আয়-
জওয়ান: ৬৪০ কোটি রুপি
পাঠান: ৫৪৩ কোটি রুপি
গদর টু: ৫২৫ কোটি রুপি
অ্যানিমেল: ৫১৩ কোটি রুপি
টাইগার থ্রি: ২৮২ কোটি রুপি
দ্য কেরালা স্টোরি: ২৩৮ কোটি রুপি
রকি অউর রানি কি প্রেম কাহানি: ১৫৫ কোটি রুপি
ওএমজি টু: ১৫০ কোটি রুপি
আদিপুরুষ (হিন্দি): ১৪৭ কোটি রুপি
তু ঝুটি ম্যায় মক্কর: ১৪৬ কোটি রুপি
সূত্র: কইমই








