চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কানের লাল গালিচায় হঠাৎ রেগে গেলেন টম হ্যাঙ্কস!

হলিউডের সবচেয়ে ঠাণ্ডা মেজাজের তারকাদের একজন টম হ্যাঙ্কস। তবে কান চলচ্চিত্র উৎসবে দেখা গেল একেবারেই দুর্লভ এক চিত্র। কানের লাল গালিচায় মেজাজ হারিয়েছেন টম হ্যাঙ্কস। মুহূর্ত ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়।

৬৬ বছর বয়সী অভিনেতার সিনেমা ‘অ্যাস্টেরয়েড সিটি’র প্রিমিয়ার শো উপলক্ষে কানের লাল গালিচায় হাঁটছিলেন অভিনেতা। সাথে স্ত্রী রিটা উইলসন। এক পর্যায়ে ফেস্টিভালের এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় টম হ্যাঙ্কসকে। এসময়ে টমের কপালে ছিল ভাঁজ। আঙুল উঁচিয়ে রেগে কিছু বলছিলেন অভিনেতা। রিটাও এসময়ে বেশ উত্তেজিত ছিলেন। এরপর মাথা নিচু করে দুজন হেঁটে এগিয়ে যান।

Bkash July

তবে কিছুক্ষণ আগের এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ একেবারেই পাওয়া যায়নি পরে। ‘অ্যাস্টেরয়েড সিটি’র কলাকুশলীদের সঙ্গে যখন টম ছবি তুলছিলেন, তখন বেশ খোশ মেজাজেই ছিলেন।

লাল গালিচায় ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি। এই বিষয়ে অভিনেতার মুখ খোলার অপেক্ষায় আছেন ভক্তরা।

Reneta June

ওয়েস অ্যান্ডারসন পরিচালিত সাইন্স ফিকশন রোম্যান্টিক কমেডি ছবি ‘অ্যাস্টেরয়েড সিটি’। ছবিটি ১৬ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

সূত্র: ডেইলি মেইল

Labaid
BSH
Bellow Post-Green View