বিশ্বজুড়ে হলিউড অভিনেতা টম ক্রুজের ভক্ত-দর্শকের সংখ্যা অগণিত। আশির দশকে ক্যারিয়ার শুরু করে এই বয়সে এসেও নিত্যনতুন ঝুঁকিপূর্ণ স্টান্ট নিয়ে সিনেমা দর্শকদের তাক লাগিয়ে দেন। টম ক্রুজকে নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। টম ক্রুজ ভক্তদের কি জানা আছে অভিনেতার মোট সম্পদের পরিমাণ?
টম ক্রুজ বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী তারকাদের একজন। তার একাধিক ছবি বক্স অফিসে মিলিয়ন আয় করেছে করেছে। সেলিব্রেটি নেট ওর্থ সূত্র বলছে, ২০২৩ সালে টম ক্রুজের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬২০ মিলিয়ন ডলারে। প্রতি বছর প্রায় ৫০ মিলিয়ন ডলার আয় করেন অভিনেতা।
সিনেমা থেকে পাওয়া অর্থ ছাড়াও টম ক্রুজ আয় করেন সিনেমার প্রোডাকশন ও বিজ্ঞাপন থেকে। অভিনেতার স্থাবর সম্পদের পরিমাণও অনেক। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলে অভিনেতার একটি বাড়ি আছে যার দাম ১৩ মিলিয়ন ডলার। শুধু তাই নয়, ৫০ মিলিয়ন ডলার মূল্যের একটি বাড়ি আছে বেভারলি হিলে। এছাড়াও যুক্তরাজ্যের সাসেক্সে ৪.২ মিলিয়ন মূল্যের এবং ফ্লোরিডায় বিলাসবহুল বাড়ি আছে অভিনেতার।
শুধু বাড়ি নয়, টম ক্রুজের সংগ্রহে আছে বিলাসবহুল অনেকগুলো গাড়ি, বিএমডাব্লিউ থেকে শুরু করে পোর্শে সহ একাধিক নামী ব্র্যান্ডের লেটেস্ট মডেলের গাড়ি আছে অভিনেতার।
আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলেছে টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়েরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস








