চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টফি-তে সরাসরি ফিফা বিশ্বকাপ ২০২২

দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর সবগুলো ম্যাচ লাইভস্ট্রিম করবে।

এর মাধ্যমে গ্রাহকরা তাদের ডিজিটাল ডিভাইসে সুবিধামতো বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাবেন। দেশের ফুটবল প্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে টফি-তে বিশ্বকাপের ম্যাচগুলির সরাসরি দেখতে পারবেন।

টফি অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া এর ওয়েবসাইট
https://toffeelive.com/ এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলি।

টফি-এর ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বকাপের সময় উৎসবের আমেজে মেতে উঠে। ফুটবল ভক্তরা যাতে খেলা দেখার সেরা অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করতে আমরা টফি-তে বিশ্বকাপ নিয়ে এসেছি। তারা যেকোনো সময় যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের সব ম্যাচের মানসম্পন্ন স্ট্রিমিং উপভোগ করতে পারবে।”

৭০ লাখের মাসিক সক্রিয় ব্যবহারকারীসহ টফি দর্শকদের ডিজিটাল বিনোদনের উন্নততর অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।