দিনাজপুরে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ৬ ডিসেম্বর শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনাজপুরের তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা পঞ্চগড়ের চেয়ে কিছুটা কম। এর আগে টানা ১০ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে।
আজ শুক্রবার সকালে পঞ্চগড় জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গত বৃহস্পতিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও, বেলা গড়ানোর পরও সেই ঘন কুয়াশা কমেনি। আজও সূর্যের দেখা মেলেনি।






