দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৫২’র ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। পদ্মা সেতু, মেট্রোরেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়নসহ স্বাধীন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সবই আওয়ামী লীগের হাত ধরে। আগামীর পথচলায়ও দলকে নিষ্কলুষ রেখে দেশকে উন্নয়নের শিখরে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবীণ নেতারা।







