শুক্রবার হাতিরঝিলে ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে অনুষ্ঠিতব্য কনসার্টের নাম ‘টু গাজা ফ্রম ঢাকা’
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি একাত্মতা জানিয়ে শুক্রবার (২৪ নভেম্বর) হাতিরঝিলে হচ্ছে বছরের অন্যতম কনসার্ট। ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে অনুষ্ঠিতব্য কনসার্টের নাম ‘টু গাজা ফ্রম ঢাকা’।
এরআগে কনসার্টটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে হওয়ার কথা থাকলেও মঙ্গলবার (২১ নভেম্বর) এই কনসার্টের উদ্যোক্তাদের একজন ও শিল্পী আহমেদ হাসান সানি চ্যানেল আই অনলাইনকে জানান, আসছে শুক্রবার ‘টু গাজা ফ্রম’ ঢাকা কনসার্টটি হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যু পরিবর্তন হলেও কনসার্টের লাইন আপ ঠিকাছে বলেও জানান সানি।
এমন উদ্যোগ নিয়ে এই তরুণ শিল্পী জানান, “আমরা মনে করি, গাজায় যেভাবে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে তা অত্যন্ত ঘৃণ্য,অমানবিক। দ্রততম সময়ে গাজায় চলমান গুলি ও বোমা বর্ষণ বন্ধ করা উচিত। সেই সাথে যুগ যুগ ধরে ফিলিস্তিন রাষ্ট্রের উপর যে নিপীড়ন চলছে তার প্রতিবাদও আমরা এই কনসার্ট থেকে জানাতে চাই। ‘টু গাজা ফ্রম ঢাকা’ মূলত একটি খোলা চিঠি। বাংলাদেশের শিল্পীরা,গাজার সাধারণ মানুষকে বলতে চায়, এই যুদ্ধে তারা একা নয়।”
কনসার্টের সমস্ত টিকেট বিক্রি টাকা পাঠানো হবে ফিলিস্তিনে নিপীড়িত মানুষের সহায়তায়। এমনটা জানিয়ে সানী বলেন, এই কনসার্ট থেকে উঠে আসা সমুদয় টাকা আমরা গাজায় পাঠাতে চাই। টিকেটের পাশাপাশি যে কেউ চাইলে ডোনেশন হিসেবেও টাকা পাঠাতে পারেন। কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরক নামের এই ওয়েব সাইটে।

ডোনেশনের সমুদয় টাকা আন্তর্জাতিক মানবিক সংস্থা যেমন রেড ক্রিসেন্ট, প্যালেস্টাইন চিল্ড্রেন রিলিফ ফান্ড যারা গাজায় কাজ করছে তাদের মাধ্যমে প্রেরণ করা হবে বলেও জানানো হয়।
এরআগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কনসার্টে ব্যান্ড দল ও শিল্পীরা বিনা পারিশ্রমিকে গান করছেন।
কারা গাইবে এই কনসার্টে? লাইন আপে আছে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার। এছাড়াও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টচার্য্য এবং আহমেদ হাসান সানি। এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।
বিজ্ঞাপন
সানি জানান, ‘আর্টিস্ট এগেইন্সট জেনসাইড’ এই এই কার্যক্রম শুধুমাত্র এই কনসার্টের মধ্যে সীমাবদ্ধ নয়। ইতিমধ্যে ঢাকা শহরের ৭৩টি দেয়ালে মোরশেদ মিশু ও তার দল গাজায় যুদ্ধ বন্ধের দাবীতে গ্রাফিতি করেছেন। দ্বিতীয় ধাপে আমরা কনসার্টের আয়োজন করছি। পরবর্তীতে আমরা সংগঠিতভাবে প্রতিবাদ জারি রাখবো।
বিজ্ঞাপন