দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী ও হিন্দি ছবিতে অভিনয় করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন ও প্রেমকে ঘিরে প্রায়ই চর্চায় থাকেন অভিনেত্রী। তবে এবার তিনি সংবাদের শিরোনামে হলেন অন্য কারণে!
তার কাছে রয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তর হীরার আংটি! তবে কি চুপিসারে প্রেমিক বিজয় বর্মার সঙ্গে বাগদান সারলেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রী? নাকি এই আংটি দিয়েছেন অন্য কেউ?
গেল কয়েক মাস ধরেই তামান্না-বিজয়ের প্রেমের গুঞ্জন তুঙ্গে। দুজনকে সর্বশেষ দেখা গেছে ‘লাস্ট স্টোরিজ টু’ ওয়েব সিরিজে। যার জেরেই একে অপরের প্রেমে জড়ান তারা। যে কথা নিজেই স্বীকার করে নিয়েছেন তামান্না। তবে বাগদান কিংবা বিশ্বের পঞ্চম বৃহত্তর হীরার আংটিটির প্রসঙ্গ অন্য।
জানা গেছে, সুবিশাল এই হীরার আংটিটি বিজয়ের দেওয়া নয়, বরং তা অভিনেত্রীকে দিয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কোনিদেলা। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা। কিন্তু অভিনেতা রাম চরণের স্ত্রী কেন তামান্নাকে এত মূল্যবান উপহার দিলেন?
২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবিতে অভিনয় করেছিলেন তামান্না। যার প্রযোজক ছিলেন উপাসনা ও রাম চরণ। শ্বশুর চিরঞ্জীবীর স্বপ্নের প্রজেক্ট ছিল এই ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবিটি। ভারতের স্বাধীনতা সংগ্রামী নরসিমার রেড্ডির জীবন দ্বারা অনুপ্রাণিত এই ছবি। যদিও বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখেনি রাম চরণের বাবার স্বপ্নের ছবি। তবে ছবিতে তামান্না তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন। আর সেই সময়ই খুশি হয়েই প্রযোজক উপাসনা তার তরফ থেকে তামান্নাকে এই হীরার আংটিটি উপহার দেন।
সূত্র: পিঙ্কভিলা








