চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সুশান্তের মৃত্যুর তিন বছর পর চলে গেল তার পোষা কুকুরটিও

সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকাহত ছিল অভিনেতার পোষা কুকুর ফাজ। অবশেষে প্রিয়জনের কাছেই চলে গেল কুকুরটি। সুশান্তের বোন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবরটি দিয়েছেন।

সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং লিখেছেন, ‘ফাজ, তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে যোগ দিলে। আমরাও আসবো শিগগির। ততক্ষণ পর্যন্ত… কষ্ট থাকবে।’

Bkash July

ফাজের সাথেই সুশান্তের ছিল সবচেয়ে ভালো বন্ধুত্ব, সবসময়ের সঙ্গী। সেই বন্ধুকেই একা ফেলে রেখে চলে গিয়েছিলেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর পর সবথেকে বেশী দিশেহারা হয়ে পড়েছে ‘ফাজ’। পাগলের মত খুঁজে বেড়িয়েছে সুশান্তকে। আওয়াজ পেলেই ছুটে গেছে দরজার সামনে। সুশান্তের অকাল মৃত্যুর পর থেকে মন মরা ছিল ফাজ। শোকে দুঃখে চুপচাপ হয়ে গিয়েছিল।

সুশান্ত সিং রাজপুত ১৪ জুন ২০২০-এ মারা গিয়েছিলেন। সুশান্তের বান্দ্রার আবাসন থেকে উদ্ধার করা হয়েছিল মৃতদেহ। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু আজও মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা।

Reneta June

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Labaid
BSH
Bellow Post-Green View