চব্বিশের গণঅভ্যুত্থানে চানখাঁরপুলে আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। অপর দুই আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম আখতারুল ইসলাম। রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলসহ ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। জুলাই আগস্টে বিক্ষোভকারীদের দমনে মারণাস্ত্র ব্যবহার করা হয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।







