চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কারখানায় বন্দুক হামলায় তিনজন নিহত

এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড শহরের একটি কারখানায় বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে।

মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগানের বরাতে নিউজ এশিয়ান ইন্টারন্যাশনাল জানায়, বৃহস্পতিবার স্মিথসবার্গে একটি উত্পাদন কারখানায় গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং নিরাপত্তা বাহিনীর একজন কাঁধে গুলিবিদ্ধ হয়েছেন। তবে বন্দুকধারীর অবস্থা জানেন না তিনি।

রিপোর্ট অনুযায়ী, বন্দুকধারী একটি উৎপাদন কেন্দ্রে গুলি চালায় যা উত্তর মেরিল্যান্ডের একটি সোলাম্বিয়া মেশিন কারখানা বলে জানা গেছে।

ওয়াশিংটন কাউন্টির পুলিশ জানায়, বাল্টিমোর শহর থেকে প্রায় ৭৫ মাইল দূরে স্মিথসবার্গের সোলাম্বিয়া মেশিন কারখানায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

তবে হামলার শিকার বা সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গত কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে এ পর্যন্ত দেশটিতে বন্দুক হামলার কারণে ১৭ হাজারেও বেশি মানুষ হতাহত হয়েছে।