দেশভাগ পরবর্তী প্রথম আধুনিক ভাস্কর ছিলেন নভেরা আহমেদ। সময়ের চেয়ে এগিয়ে চলা এই ভাস্কর পঞ্চাশ ষাটের দশকেও সমাজের রক্ষণশীলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের খেয়ালে চলেছেন, স্পর্ধা নিয়ে। যার নাম জড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রনেতা হিসেবে।
সেই নভেরার ১১তম প্রয়াণ দিবস ছিলো ৫ মে। সে উপলক্ষ্যে বেঙ্গল তাকে নিয়ে ‘নভেরা- স্মৃতির অভিযাত্রা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছে বুধবার (১৪ মে)।
এক বিবৃতিতে বেঙ্গল জানিয়েছে, এই অঞ্চলের প্রথম আধুনিক ভাস্কর নভেরা আহমেদ চলতি বছরে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। সেটা উদযাপন করতেই বুধবার (১৪ মে) বিকেল ৪ টায় বেঙ্গল শিল্পালয় (ধানমন্ডি ২৭) ভবনের লেভেল-৩ এ ‘নভেরা- স্মৃতির অভিযাত্রা’ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ।
যেখানে গুণী এই ভাস্করের জীবন ও তার শিল্পকর্ম নিয়ে নির্মিত এন রাশেদ চৌধুরী, শিবু কুমার শীল এবং অনন্যা রুমার তিনটি ডকু ফিল্ম প্রদর্শীত হবে।
তার আগে নভেরাকে নিয়ে কথা বলবেন শিল্পী, অধ্যাপক (ভাস্কর্য বিভাগ, চারুকলা, ঢাবি.) লালারুখ সেলিম ও নভেরা-গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. রেজাউল করিম সুমন।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে।








