এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে সশস্ত্র ডাকাতদের গোলাগুলির ঘটনায় জড়িত শীর্ষ নৌ-ডাকাত রিপনসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার ২৮ আগস্ট ঢাকা ও গাজীপুর থেকে তাদের আটক করে র্যাব-১১।
এরআগে, সোমবার ২৫ আগস্ট বিকেল ৫টার পর মুন্সীগঞ্জের গজারিয়ায় সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় নৌ ডাকাতরা। এসময় উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। পরে পুলিশের প্রতিরোধে টিকতে না পেরে পালিয়ে যায় ডাকাতরা।
পুলিশ জানায়, ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে প্রায় ২০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। আধাঘণ্টার বেশি সময় ধরে গুলি বিনিময়ের পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মতলবের দিকে ট্রলার নিয়ে সরে যায় ডাকাতরা। নৌ ডাকাত দমনে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হওয়ায় এ হামলা চালানো হয়।







