চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রসায়নে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের তিন গবেষক

KSRM

আজ ঘোষণা করা হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের রসায়নে নোবেল জয়ী তিনজন গবেষকের নাম। রসায়নে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন যুক্তরাষ্ট্রের মউঙ্গি বাভেন্ডি, লুই ই ব্রাস এবং আলেক্সি একিমভক।

আজ ৪ অক্টোবর বুধবার সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে রসায়নে বিশেষ অবদানের জন্য মউঙ্গি বাভেন্ডি, লুই ই ব্রাস এবং আলেক্সি একিমভকের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। কোয়ান্টাম ডট প্রযুক্তি আবিষ্কারের জন্য স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের এই তিন গবেষককে পুরস্কার প্রদান করা হয়েছে।

Bkash

গত বছর অর্থাৎ ২০২২ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন যুক্তরাষ্ট্রের তিন গবেষক ক্যারোলিন আর বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। গত ৩ অক্টোবর এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বায়োকেমিস্ট কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। এমআরএনএ কোভিড ভ্যাকসিনের বিকাশকে সক্ষম করার জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কার লাভ করেছেন তারা।

Reneta June

প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গতকাল চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীর নাম। এছাড়াও  বৃহস্পতিবার ৫ অক্টোবর সাহিত্য শাখায় পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার ৬ অক্টোবর। নরওয়ে থেকে শান্তি পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। আর অন্যান্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে।

সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View