এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন। এবারের নির্বাচন শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়, বরং একটি জাতীয় লক্ষ্য পূরণের নির্বাচন, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, এই নির্বাচন একটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন, যা জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে। জেলা প্রশাসকদের জন্য এটি একটি বড় দায়িত্ব, এবং তাদের ব্যর্থতার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, এই নির্বাচনে তরুণ ও নারী ভোটারের ব্যাপক অংশগ্রহণ রয়েছে, যারা গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচনের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করছেন।
নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, এই নির্বাচন আমাদের গণঅভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি। এটি একটি বিরাট অভিযান, যেখানে আমাদের জিততেই হবে।








