চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কোচের দর্শনের সঙ্গে মিলে নাই বলে বাদ পড়েছেন জীবন

এশিয়ান কাপ বাছাই এবং তার আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ে আলোচনায় এসেছিলেন জাতীয় দল ও আবাহনীর ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। ক্যাম্পে দেরিতে আসার অভিযোগে তাকে দলে রাখা হয়নি বলে জানানো হয়েছিল।

বাদ পড়ে নাবিব নেওয়াজ জীবন দাবি করেছিলেন, ‘ক্যাম্প শুরুর বিষয়ে তিনি কিছুই জানতেন না। ফোনে অথবা মোবাইলে তাকে কিছুই জানানো হয়নি।’ বাফুফে তখন বলেছিল, ‘জীবনকে জানানো হয়েছিল।’

Bkash July

এবার কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে ২৭ জনের প্রাথমিক দলেও জায়গা পাননি জীবন। দেশসেরা স্ট্রাইকারকে না নেয়ার জন্য বৃহস্পতিবার বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরা প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন।

লাল-সবুজের দলের কোচের মতে, নাবিব তার কোচিং দর্শনের সঙ্গে মানানসই নয়। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তিনি স্থানীয় ফুটবলারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ৫ গোল করেছিলেন।

Reneta June

জীবনকে দলে না নেয়া প্রসঙ্গে ক্যাবরেরা বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত। কোচিং স্টাফের সঙ্গে আমরা কয়েক দফা কথা বলেছি। আমাদের চাওয়া কী তা আমরা জানি। খেলা নিয়ে যে পরিকল্পনা আমাদের মাথায় আছে, তা ভেবেই দল গড়েছি।’

‘যারা আমাদের ধ্যান-ধারণার সঙ্গে মানিয়ে নিতে পারবে, তেমন খেলোয়াড়দেরই আমরা বেছে নিয়েছি। আমার বিশ্বাস দলে যারা ডাক পেয়েছে তারা আমাদের আইডিয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

Labaid
BSH
Bellow Post-Green View