
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে এফ-সিক্সটিনসহ অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে সহায়তা করবে বলে জি-৭ নেতাদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে যুক্তরাষ্ট্র। বাইডেনের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এতে আকাশপথে ইউক্রেন আরও শক্তিশালী হবে।
এর আগে রাশিয়ার ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা দিতে সম্মত হন জি-৭ নেতৃবৃন্দ। জাপানের হিরোশিমায় প্রথম দিনের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা ইউক্রেনে রাশিয়ার অবৈধ, অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
এছাড়াও যত দিন প্রয়োজন ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান জি-৭ নেতারা।