যুক্তরাজ্যের সাবেক জ¦ালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী স্যার এড ডেভির অভিযোগ, আন্তর্জাতিক গ্যাংস্টারের মত আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট বিতর্কে তিনি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতজানু পররাষ্ট্রনীতিরও কঠোর সমালোচনা করেন। তার মতে, ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের কারণ স্টারমারে মাত্রাতিরিক্ত তোষামোদ এবং তাকে চ্যালেঞ্জ না করা। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলেও উল্লেখ করেন এই ব্রিটিশ এমপি।







