এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন সাংবাদিক এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন দাবি করেছেন যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল। তবে তিনি এই গুরুতর অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
গতকাল ২৯ জানুয়ারি বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, নিজের পডকাস্ট ‘দ্য টাকার কার্লসন শো’ তে কার্লসন বলেন, বাইডেন প্রশাসন পুতিনকে হত্যার চেষ্টা করেছিল। এটি ছিল এক ধরনের পাগলামি, কারণ এর মাধ্যমে ওয়াশিংটন মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা করেছিল, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারত।
কার্লসনের বক্তব্য প্রতিক্রিয়ার ঝড় তুলেছে এবং এই দাবির প্রতিক্রিয়া জানিয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেছেন, রাশিয়ার রাষ্ট্রপতি সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত, তবে তিনি পুতিনকে লক্ষ্যবস্তু করার কোনো মার্কিন প্রচেষ্টা নিশ্চিত বা অস্বীকার করা থেকে বিরত রয়েছেন।
টাকার কার্লসন ২০২৩ সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হন। তার বহিষ্কারের কারণ ছিল ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভিত্তিহীন ভোট জালিয়াতির অভিযোগ তুলে প্রচার করা, যা ফক্স নিউজের বিরুদ্ধে আইনি জটিলতার সৃষ্টি করেছিল।








