চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভিবাসীদের মৃত্যু ও অত্যাচারের তদন্তের দাবি জাতিসংঘ প্রতিনিধির

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অভিবাসীদের অপমৃত্যু ও তাদের ওপর অত্যাচারের বিষয়গুলোর সুষ্ঠু তদন্তের তাগিদ দিয়েছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ফেলিপো গঞ্জালেজ মোরালেস।

বাংলাদেশে তার ১০ দিনের সফর শেষে ফিরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে গঞ্জালেজ মোরালেস বলেন, দেশের বাইরে অভিবাসী পাঠানোর আগে বাংলাদশকেও কর্মী নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা উচিত, যেনো যোগ্যতর মানুষ অভিবাসী হতে পারে।

সেই সাথে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকেও নিয়োগ দেওয়া কর্মীদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠির অধিকার রক্ষায় বিশ্বকে সচেষ্ট থাকার প্রতি তিনি আহবান জানিয়েছেন।