দূষণের কবলে পড়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী
ময়লা ও আবর্জনার কারণে নানাভাবে দূষণের কবলে পড়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী। আর এতে চরম ঝুঁকিতে নদীর পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য। হুমকির মুখে সামুদ্রিক প্রাণী। দূষণ রোধে অভিযান জোরদারের কথা বলছে প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের রিপোর্ট।