দিনাজপুর সদর উপজেলার মাধবপুর ইউনিয়নের চিড়াকুটি পাড়ার এক সময়ের ঐতিহ্য ঢেঁকিছাটা হাতে কুটা সুগন্ধি চিড়া। সময়ের সাথে সাথে সেই ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে মেশিনের চিড়া। ঐতিহ্যের পাশাপাশি ম্লান হয়ে যাচ্ছে ঐতিহ্য সংশ্লিষ্ট মানুষের সমৃদ্ধিও।






