চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

উপনির্বাচনে বিজয়ী এমপিদের শপথ গ্রহণ

বিএনপির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে জয়ী হওয়া এমপিদের শপথ পাঠ করানো হয়েছে। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ছয় সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Bkash July

শপথ বাক্য পাঠ করা নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন: ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের এ. কে. এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের নির্বাচিত রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ) এবং  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র)।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি, শিরীন আখতার এমপি, ফখরুল ইমাম এমপি, সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি ও ফেরদৌসী ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

Reneta June

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যগণ রীতি অনুযায়ী শপথ বইয়ে সাক্ষর করেন।

Labaid
BSH
Bellow Post-Green View