চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ-উল-ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১১ এপ্রিল বেলা ১১টা ৩৫ মিনিটে শুরু হওয়া ঈদ জামাতে তেজগাঁও ও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেয়।
এরআগে চ্যানেল আইয়ের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রথম ঈদ জামাতে অংশ নেয় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পরিচালক মুকিত মজুমদার, ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্মী ও এলাকাবাসী অংশ নেয়।








