ক্যারিয়ারের বেশ লম্বা সময় খারাপ কাটানোর পর অবশেষে ‘সালার’-এর সাফল্য উপভোগ করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এর মাঝেই প্রকাশ পেল প্রভাসের নতুন ছবির ফার্স্ট লুক। নতুন লুকে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন অভিনেতা।
ফার্স্টলুকটি নিজেই প্রকাশ করেছেন প্রভাস। সংক্রান্তি উপলক্ষে শেয়ার করা ‘দ্য রাজা সাব’-এর পোস্টারের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘উৎসবের মৌসুমে দ্য রাজা সাব-এর ফার্স্ট লুক প্রকাশ করলাম। আপনাদের সুখ কামনা করছি।’
পোস্টারে প্রভাসকে দেখা গেছে কালো শার্ট ও প্রিন্টেড লুঙ্গিতে। রোমান্টিক-হরর ঘরানার এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি তামিল, কন্নড়, মালয়ালম, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে। পরিচালনা করছেন মারুথি দসরি।
সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেছেন, ‘আমার এখন পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষার প্রজেক্ট এটি। প্রভাসের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের এবং আনন্দের। দর্শকদের দারুণ ভূতুড়ে অভিজ্ঞতা হবে। দর্শক মুগ্ধ হবে স্ক্রিনে প্রভাসকে দেখে।’
সিনেমার মিউজিকের দায়িত্বে আছেন জাতীয় পুরস্কার জয়ী সুরকার থামান এস। তিনি কিক, অস্থি, বৃন্দাভনম, দুকুদু সহ একাধিক সিনেমার জনপ্রিয় গানের সুরকার।
View this post on Instagram
সূত্র: এনডিটিভি







