মানুষের কষ্টের কথা স্বীকার করে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

মূল্যস্ফীতি যেন আর না বাড়ে, এ বিষয়ে সব মন্ত্রণালয় এবং বিভাগকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে জিনিসপত্রের বাড়তি দাম এবং বিদ্যুৎ বিপর্যয় নিয়ে মানুষের কষ্টের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সম্ভাব্য সব কৌশল প্রয়োগ করবে সরকার। তবে বাজেটে অর্থমন্ত্রী ঘোষিত মূল্যস্ফীতির লক্ষ্য ৬ শতাংশ অর্জন নিয়ে সংশয় জানান পরিকল্পনামন্ত্রী।
বিজ্ঞাপন