চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক ভরি স্বর্ণের দাম এখন ৯৮ হাজার ৭৯৪ টাকা

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা করা হয়েছে। আগামীকাল থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। 

আজ ১৮ মার্চ স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুসারে আগামীকাল থেকে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ৮,৪৭০ টাকা , ২১ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ৮,০৮৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি ৬,৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।