এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে যা আন্তর্জাতিক অর্থনীতি এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং ডলার শক্তিশালী হওয়ার প্রভাবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে। এতে বাংলাদেশের পাশাপাশি ভারতেও কমেছে স্বর্ণের দাম।
আনন্দবাজার জানিয়েছে, কয়েক মাস আগেও ভারতে স্বর্ণের দাম ছিল ৮০ হাজারে রুপি ছিল। যা এখন ৭৫ হাজারে রুপিতে চলে এসেছে।
ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৩ নভেম্বর সকাল ৭টায় আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ৭৫ হাজার ২১০ রুপি। যা চলতি মাসের মধ্যে সর্বনিম্ন। স্বর্ণের দাম আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ৯ অক্টোবর সর্বোচ্চ সীমায় পৌঁছায় স্বর্ণের দাম। ওই দিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ৮১ হাজার ৫০০ রুপিতে। তারপর থেকে ধীরে ধীরে দাম কমতে শুরু করে।
বিশেষজ্ঞদের একাংশের দাবি, অক্টোবরে উৎসবের মাস শেষ হতেই বাজারে স্বর্ণের চাহিদা কমতে শুরু করে। আন্তর্জাতিক বাজারেও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পর স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু, বাস্তবে তা হয়নি।
১৩ নভেম্বর কলকাতার বাজারে ২৪, ২২ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে যথাক্রমে ৩৩০ রুপি, ৪৪০ রুপিও ৪০০ রুপি কমেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব বাজারেও স্বর্ণের দাম কমেছে। ১২ নভেম্বর স্পট গোল্ডের দর আউন্স প্রতি ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে এর বিক্রয়মূল্য ২,৬০৪.৮৭ ডলারে নেমে আসে। যা ২০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। ওই তারিখে এক আউন্স স্বর্ণের দাম ছিল ২,৫৮৯.৫৯ ডলার।
‘এলকেপি রিসার্চ’ এর ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদী বলেন, বর্তমানে সূচক যেভাবে নীচের দিকে নামছে, তাতে আগামী দিনে স্বর্ণের দাম ৭২ হাজার রুপিতে পৌঁছাতে পারে।








