পুষ্টি চাহিদা মেটাতে পারছে না রংপুরের মানুষ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় পুষ্টি চাহিদা মেটাতে পারছে না রংপুরের প্রান্তিক মানুষ। অপুষ্টিতে ভুগছে শিশু-কিশোর, প্রবীণসহ বিভিন্ন বয়সীরা। সরকারের পক্ষ থেকে পুষ্টি চাহিদা পূরণে খাদ্যসহ নানা সহায়তা দেওয়া হলেও বণ্টন ব্যবস্থাপনার সমস্যায় তা পাচ্ছেন না অনেকেই। পুষ্টি বিষয়ে তৎপরতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা।