চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যন্ত্রাংশ নষ্ট, ডাক্তার নেই, সেবাও নেই

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:৫৪ পূর্বাহ্ন ২৪, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সরকারি পর্যায়ে হৃদরোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা সংকটে সেবা নেমেছে অর্ধেকে। গত ৩ মাস ধরে তিন কোটি টাকার বেশি বেশ কিছু যন্ত্রাংশ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার পরিবর্তনের পর হাসপাতালের ইউনিট অর্ধেক কমানো হয়েছে। আগের তুলনায় এনজিওগ্রাম ও এনজিও প্লাস্টি নেমে এসেছে অর্ধেকে। এমনকি অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের একটি বড় অংশকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। ফলে হাসপাতালের স্বাভাবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, ইনস্টিটিউটের সামগ্রিক পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে।

আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানের পর থেকে ইনস্টিটিউটের চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম অনেকটা শিথিল হয়ে পড়েছে। দুই দফা হাসপাতাল প্রশাসনে বদল হওয়ায় সামগ্রিক কার্যক্রমে পরিবর্তন এসেছে। ফলে চিকিৎসা পেতে রোগীরা বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছে।

 সাতটি ক্যাথল্যাবের চারটি বিকল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বর্তমানে সাতটি ক্যাথল্যাব থাকলেও পুরোপুরি কার্যকর মাত্র তিনটি। একটি আংশিকভাবে চলছে। বাকী ৩ টি পুরোপুরি নষ্ট। কিন্তু রোগীর হিসেবে কমপক্ষে ১০টি ক্যাথল্যাব থাকা প্রয়োজন। কারন প্রাপ্তবয়স্ক রোগীর এনজিওগ্রাম ও এনজিও প্লাষ্টি ছাড়াও শিশু হৃদরোগীদের চিকিৎসায় ক্যাথল্যাব প্রয়োজন হয়। এছাড়া পেসমেকার স্থাপন ও ভাসকুলার (রক্তনালির) ব্লকের চিকিৎসায়ও ক্যাথল্যাব প্রয়োজন। ক্যাথল্যাব নষ্ট থাকায় শিশু রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, গত ৫ আগষ্টের আগে ৩টি ক্যাথল্যাবে দৈনিক কমপক্ষে ৬০ টি এনজিওগ্রাম হতো। সেই হিসেবে মাসে (সাপ্তাহিক ছুটির দিন বাদে) প্রায় এক হাজার ৫০০ এনজিওগ্রাম হতো। বর্তমানে সেই সংখ্যা ৯০০ থেকে এক হাজারে নেমে এসেছে। একইভাবে বিগত সময়ে প্রতি মাসে গড়ে প্রায় পাঁচ শতাধিক এনজিওপ্লাষ্টি ও ষ্ট্যান্টিং হতো। বর্তমানে এটি নেমে এসেছে ২০০ থেকে ২৫০ টিতে।

 ইউনিট কমিয়ে ২১ থেকে করা হয়েছে ১১টি

Reneta

এক হাজার ৪০০ শয্যার এই হাসপাতালে আগে ইউনিট ছিলো ২১ টি। এর মধ্যে কার্ডিওলজি বিভাগের রোগী ছিল দুই তৃতীয়াংশের বেশি। বর্তমানে ইউনিট কমিয়ে ১১ টি করা হয়েছে। সারাদেশে থেকে রোগীরা হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আসে কিন্তু সেবা পাচ্ছেন না। ফলে চিকিৎসা জন্য তাদের যেতে হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। চলতি বছরের ২৯ আগষ্ট তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মহসিন হোসেন চিকিৎসকরে একটি গ্রুপের নির্শেনায় আগের ২১ টি ইউনিট থেকে ১০ ইউনিট বাতিল করেন। এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমোদন তিনি নেননি। পরে স্থায়ী পরিচালক নিয়োগ হলেও ইউনিটে কোন পরিবর্তন আনা হয়নি।

 তিন কোটি টাকার বেশি যন্ত্র ৩ মাস ধরে অব্যবহৃত

সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের ৮৮টি ক্যাথল্যাব থেকে জটিল রোগীর জাতীয় হৃরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালে এনজিও প্লাষ্টি ও ষ্ট্যান্টিং এর জন্য রেফার্ড হয়। এই জটিল কার্যক্রম ৫ আগষ্টের পর অনেকটা বন্ধ। তিন কোটি টাকার বেশি দামের আইবিইউএস, ওসিটি, এফএফআরআই রোটব্লাটর যন্ত্রাংশগুলো গত ৩ মাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এভাবে পড়ে থাকলে শিগগিরিই সেগুলো নষ্ট বা বিকল হয়ে যাবে। সিনিয়র ও অভিজ্ঞ অধ্যাপকদের ইউনিট বাতিল করায় এগুলো ব্যবহার করার কেউ নেই।

 শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালে এমডি, এমএস, ডিপ্লোমা, এফসিপিএস কোর্স চালু আছে। কিন্তু ১০ জন অভিজ্ঞ অধ্যাপক ও সহযোগী অধ্যাপককে শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইনস্টিটিউটের কয়েকজন চিকিৎসক জানান, জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের ছয়জন অধ্যাপক ও চারজন সহযোগী অধ্যাপকের ইউনিট বাতিল করা হয়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে কার্ডিয়াক সার্জারি বিভাগের আটটি ইউনিটও। ইনস্টিটিউটের ছয়জন পূর্ণাঙ্গ অধ্যাপক এবং চারজন সহযোগী অধ্যাপকের ইউনিট বাতিল করে সেখানে ১৪ জন সহযোগী অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া একজন অধ্যাপকের দায়িত্বে চারটি ইউনিট রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক জানান, এতে হৃদরোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠানটিতে সিনিয়র ও অভিজ্ঞ চিকিৎসকের শূন্যতা সৃষ্টি হবে। ফলে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হবে।

এসব বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, আগে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত ইউনিট করা হয়েছিল। সেগুলো কমানো হয়েছে। এই হাসপাতালে ১০টির বেশি ইউনিটের প্রয়োজন নেই। যেসব অধ্যাপক ও সহযোগী অধ্যাপককে শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে তারা যোগ্য নন। তাদের জায়গায় যোগ্যদের পদায়নের ব্যবস্থা করা হচ্ছে। সামগ্রিকভাবে প্রতিষ্ঠান আগের চেয়ে ভালো চলছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক ও কার্ডিয়াকি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাফি আল মজুমদার বলেন, হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে বলে শুনেছি। তবে সরেজমিন না দেখে মন্তব্য করা ঠিক হবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: এনজিও প্লাষ্টিএনজিওগ্রামকার্ডিওলজি বিভাগক্যাথল্যাবজাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালশিক্ষা কার্যক্রমহাসপাতালের স্বাভাবিক পরিস্থিতির অবনতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলে সিন্ডিকেট থাকলে অবশ্যই ভেঙে ফেলা হবে: আমিনুল

জানুয়ারি ২৭, ২০২৬

আগামীর ক্রিকেট বোর্ডকে শক্তিশালী করতে চান আমিনুল হক

জানুয়ারি ২৭, ২০২৬

সাফ ফুটসাল: মেয়েরা চ্যাম্পিয়ন, খালি হাতে ফিরল ছেলেরা

জানুয়ারি ২৭, ২০২৬

বাংলাদেশের সিদ্ধান্তে মন্তব্য করতে চান না সাকলায়েন

জানুয়ারি ২৭, ২০২৬

যাদের নিয়ে সাফ খেলতে যাচ্ছে বাংলাদেশ

জানুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT