ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সর্বশেষ পরিস্থিতি জানালো আবহাওয়া অফিস

প্রায় নয় ঘন্টা দেশের উপকূলীয় জেলাগুলোতে তান্ডব চালিয়ে গত মধ্যরাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ‘ঘূর্ণিঝড় সিত্রাং’। মধ্যম মাত্রায় ঘূর্ণিঝড়টি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আশে পাশে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের’ প্রভাব পুরোপুরি কেটে যাবে।