চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা ক্রেমলিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এ গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারি করার কোনো মূল্য নেই, এটি অকার্যকর, কারণ হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না মস্কো। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আদালতের এ সিদ্ধান্ত অর্থহীন।

Bkash July

সেই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা’ স্বীকার করতে মস্কোর কোন বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন: এই গ্রেপ্তারি পরোয়ানাকে আমরা অত্যন্ত আপত্তিজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করি।রাশিয়া, অন্যান্য অনেক রাষ্ট্রের মতো, এই আদালতের এখতিয়ার স্বীকার করে না। সেই অনুসারে রাশিয়ান ফেডারেশন এই পরোয়ানাকে আইনি দৃষ্টিকোণ থেকে ‘বাতিল’ এবং ‘অকার্যকর’ বলে মনে করে।

Reneta June

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইসিসির এক বিবৃতিতে বলা হয়: ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

Labaid
BSH
Bellow Post-Green View