‘আমি রাবেয়া বলছি’ বই প্রকাশের উদ্যোগ
প্রখ্যাত কথাসাহিত্যিক ‘রাবেয়া খাতুন: স্বপ্নের সংগ্রামী’ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। বিশিষ্টজনেরা বলেছেন, তাঁর সৃষ্টিশীল লেখা বাংলা সাহিত্যককে সমৃদ্ধ করার পাশাপাশি করেছে প্রসার। তাঁর সংগ্রামী জীবন নিয়ে আত্মজীবনী ‘আমি রাবেয়া বলছি’ বই প্রকাশের উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার।