চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কমেডিয়ান খেয়ালি সাহারান

ধর্ষণ মামলায় ফাঁসলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার’ চ্যালেঞ্জ খ্যাত কমেডিয়ান খেয়ালি সাহারান। বৃহস্পতিবার (১৬ মার্চ) জয়পুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরআগে মানসরোবর থানায় ধর্ষণের অভিযোগে খেয়ালির বিরুদ্ধে মামলা দায়ের করেন ২৫ বছর বয়সী এক তরুণী।

Bkash July

মানসরোবর থানার সাব-ইন্সপেক্টর সন্দীপ যাদব বলেন, ‘ওই নারীর অভিযোগের ভিত্তিতে কৌতুক অভিনেতার বিরুদ্ধে আইপিসি ৩৭৬ (ধর্ষণ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, শ্রীগঙ্গানগরের বাসিন্দা ওই তরুণ একটি ফার্মে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। এক মাস আগে চাকরির জন্য অন্য এক নারীর মাধ্যমে এই কমেডিয়ানের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। পরে মানসরোবর এলাকার একটি হোটেলে ভুক্তভোগী তরুণীকে নিয়ে যান খেয়ালি। সেখানে মদ্যপান করে অভিযোগকারী তরুণীকে ধর্ষণ করেন। গত ১৩ মার্চ এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Reneta June

পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, সেই হোটেলে দু’টি রুম বুক করেছিলেন খেয়ালি। একটি নিজের জন্য, অন্যটি দুই নারীর জন্য। তরুণীর অভিযোগ, হোটেল রুমে কমেডিয়ান নিজে বিয়ার খান। দুই নারীকেও বিয়ার খেতে বাধ্য করেন। এরপর একজন ঘর থেকে চলে গেলে অভিযোগকারী তরুণীকে ধর্ষণ করেন খেয়ালি।

‘গ্রেট ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন টু’-তে অংশ নিয়েছিলেন খেয়ালি। কপিল শর্মার শোয়েও অতিথি হিসেবে দেখা গেছে এই স্ট্যান্ড আপ কমেডিয়ানকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ISCREEN
BSH
Bellow Post-Green View