জমকালো আয়োজনে আইস্ক্রিনের গালা ইভিনিং
বাংলা ভাষার সব চেয়ে সমৃদ্ধ বিনোদন কনটেন্ট নিয়ে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের গালা ইভিনিং ছিলো তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের মিলনমেলা। বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেছেন, ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই যেভাবে সাংস্কৃতিক পরিমন্ডলে জনপ্রিয়তা পেয়েছে আইস্ক্রিনও নান্দনিক কনটেন্টের মাধ্যমে তেমনই সমৃদ্ধ হবে।