তুলা চাষের সুদিন ফিরছে যশোরসহ দক্ষিণের চার জেলায়
যশোরসহ দক্ষিণের চার জেলায় তুলা চাষের সুদিন ফিরছে। ধান, পাট, সবজিসহ অন্যান্য ফসলের চেয়ে তুলার দাম অনেক বেশি হওয়ায় কৃষক এখন তুলা চাষের প্রতি বেশি আগ্রহি হচ্ছেন। উচ্চ ফলনশীল হাইব্রিডজাত সংযোজন হওয়ায় তুলার ফলন বাড়ছে। সাথি ফসল হিসেবে অন্যান্য সবজি আবাদ করে দ্বিগুন লাভবান হচ্ছেন কৃষক । যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট।