চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টেমস নদীতে ১২শ’ বছর ধরে রাজহাঁস শুমারি

প্রতি বছর জুলাই মাসে টেমস নদীতে রাজহাঁস গণনার আয়োজন করে ব্রিটেনের রাজপরিবার। ১২শ’ বছর ধরে চলে আসছে এই রীতি। এই রাজহাঁস গণনা চলে ৫ দিনব্যাপী।

রাজহাঁস ও তার বাচ্চাদের গণনার এ প্রক্রিয়াকে সোয়ান আপিং বলা হয়। সোয়ান আপিংয়ের দিন উইন্ডসরের কাছে শেপারটন এলাকার টেমস নদীতে বোটে চড়ে রাজহাঁসের খোঁজ করেন ‘কিংস সোয়ান মার্কার’ ডেভিড র্বাকার ও তার সহকর্মীরা।

Bkash

ডেভিড র্বাকার গণনার হিসাব রাখতে এটিকে স্বাস্থ্য পরীক্ষা করে রিং পড়িয়ে ছেড়ে দেন। ব্রিটেনে বহু বছর আগে রাজহাঁস ব্যাপক জনপ্রিয় ও প্রধান খাদ্য উপাদান হিসেবে পরিচিত ছিল। তবে এখন আর রাজহাঁস খাওয়া হয় না। ব্রিটেনে এখন এটি সুরক্ষিত প্রজাতি।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View