প্রতি বছর জুলাই মাসে টেমস নদীতে রাজহাঁস গণনার আয়োজন করে ব্রিটেনের রাজপরিবার। ১২শ’ বছর ধরে চলে আসছে এই রীতি। এই রাজহাঁস গণনা চলে ৫ দিনব্যাপী।
রাজহাঁস ও তার বাচ্চাদের গণনার এ প্রক্রিয়াকে সোয়ান আপিং বলা হয়। সোয়ান আপিংয়ের দিন উইন্ডসরের কাছে শেপারটন এলাকার টেমস নদীতে বোটে চড়ে রাজহাঁসের খোঁজ করেন ‘কিংস সোয়ান মার্কার’ ডেভিড র্বাকার ও তার সহকর্মীরা।
ডেভিড র্বাকার গণনার হিসাব রাখতে এটিকে স্বাস্থ্য পরীক্ষা করে রিং পড়িয়ে ছেড়ে দেন। ব্রিটেনে বহু বছর আগে রাজহাঁস ব্যাপক জনপ্রিয় ও প্রধান খাদ্য উপাদান হিসেবে পরিচিত ছিল। তবে এখন আর রাজহাঁস খাওয়া হয় না। ব্রিটেনে এখন এটি সুরক্ষিত প্রজাতি।
বিজ্ঞাপন