এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আজকে আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণিমা, যা একই সঙ্গে একটি সুপারমুন। এই চাঁদ পৃথিবীর তুলনামূলকভাবে অনেক কাছাকাছি অবস্থানে চলে আসবে, ফলে খালি চোখেই চাঁদকে স্বাভাবিক সময়ের চেয়ে বড় ও বেশি উজ্জ্বল দেখাবে।
আজ (৩ জানুয়ারি) শনিবার সকাল প্রায় ১০টার দিকে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাত থেকেই আকাশে বড় ও উজ্জ্বল গোলকের মতো চাঁদটি দেখা যাবে। জ্যোতির্বিদদের ভাষায়, চাঁদ যখন পৃথিবীর গড় দূরত্বের চেয়ে কাছে এসে পূর্ণিমায় পৌঁছায়, তখন সেই পূর্ণিমাকে সুপারমুন বলা হয়। চলতি বছরের অক্টোবর মাস থেকে ধারাবাহিকভাবে যে সুপারমুন পর্যবেক্ষণ করা যাচ্ছে, জানুয়ারির এই সুপারমুনটি হবে তার শেষ পর্ব।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পৌষ পূর্ণিমার তারিখ ২ জানুয়ারী সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হবে। পরের দিন, ৩ জানুয়ারি এটি শেষ হবে। শেষ হওয়ার সময় বিকেল ৩টা ৩২ মিনিট। এমন পরিস্থিতিতে, পৌষ পূর্ণিমা ৩ জানুয়ারি শনিবার।
জানুয়ারির পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ কিংবা ‘হার্ড মুন’ নামেও ডাকা হয়, যদিও এসব নাম সাম্প্রতিক সময়েই বেশি পরিচিতি পেয়েছে। সুপারমুন দেখতে আলাদা কোনো যন্ত্র বা বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই। বরং জনবহুল এলাকা কিংবা ভবন, গাছ বা দিগন্তরেখার কাছাকাছি চাঁদ দেখলে এর বিশালতা ও নাটকীয় রূপ আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। এবারের জানুয়ারির পূর্ণিমার চাঁদ বছরের অন্য সময়ের তুলনায় আকাশে তুলনামূলকভাবে অনেক উঁচুতে অবস্থান করবে।
ফলে দীর্ঘ সময় ধরে সহজেই চাঁদ দেখা সম্ভব হবে। তবে আকাশের অনেক ওপরে অবস্থান করায় কোনো বস্তুর সঙ্গে তুলনা করা কঠিন হওয়ায় চাঁদটিকে কিছুটা কম বিশাল মনে হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সুপারমুনের সময়ই ‘কোয়াড্রান্টিড’ উল্কাবৃষ্টি হওয়ার কথা। তবে পূর্ণিমার তীব্র আলোয় আকাশ আলোকিত থাকায় উল্কাবৃষ্টির ক্ষীণ আলো দেখা বেশ কঠিন হতে পারে।
সুপারমুনের সময় চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। ফলে এ সময় চাঁদের আলো পুরো আকাশজুড়ে ছড়িয়ে পড়ে।









